ঢাকার বাইরে দেশের যেকোনো স্থানের অর্ডারঃ
১। দুপুর ৩ টার আগের অর্ডার ঐ দিন প্রসেস করা হয় বা তার পরের দিন কুরিয়া বুকিং দেওয়া হয়।
২। নুন্যতম ১০০ টাকার পণ্য কিনলে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যায় এবং ১০০ টাকার কম হলে আগে বিকাশ /রকেট/নগদ প্রেমেন্ট করে অডার কনফাম করতে হবে।
৪। আমরা ঢাকার বাইরে আপনার চাহিদা মত যে কোন কুরিয়ার এর মাধ্যমে প্রডাক্ট দিয়ে থাকি এবং হোম ডেলিভারি স্টেটফাস্ট কুরিয়া এর মাধ্যমে সারাদেশে ক্যশ অন ডেলিভারি করে থাকি।
৫। ঢাকার বাইরে সব অর্ডার লোকেশন ভেদে ২ থেকে ৫ দিনে ডেলিভারি সম্পন হয়ে থাকে।
ঢাকার ভেতরে যেকোনো স্থানের অর্ডারঃ
১। সব অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে দেয়া হয়।
২। সব অর্ডার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে দেয়া হয়।